ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪০, ২৪ জানুয়ারি ২০২১ | আপডেট: ১২:৪৪, ২৪ জানুয়ারি ২০২১

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী প্রচারণা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  

আজ রোববার সকালে চৌমুনী পৌরসভার ৭নং ওয়ার্ডে মুক্তিযোদ্বা গাজী আমানউল্ল্যা মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, ‘শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে হঠাৎ চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ পেছন থেকে আক্রমণ করে। এ সময় আমাদের এক মহিলা কর্মীকে বেধড়ক মারধর এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। আমি হামলার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেন। চৌমুহনী বাজারের প্রধান সড়ক থেকে মিছিলটি বের করে চৌরাস্তার রুহুল আমিন স্কয়ারে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। 

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি