ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

স্বপ্নকলার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ৩ এপ্রিল ২০১৮

স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮ উদযাপন করেন। জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের আয়োজনে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে "ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি" শ্লোগানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করে।

উক্ত অনুষ্ঠানে স্বপ্নকলার শতাধিক সদস্য অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে র‌্যালী, মেলা, টকশো, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জাতীয় চলচ্চিত্র দিবস কমিটির সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারানা হালিম এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমাতুল্লাহি এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয় সচিব আবদুল মালেক , স্বাগত ব্যক্তব্য রাখেন বি এফ ডি সি এর ব্যবস্থাপনা পরিচালক ও উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন।

উক্ত দিবস উদযাপনের মাধ্যমে স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবনের সদস্যবৃন্দ দেশীয় চলচ্চিত্র রক্ষায় দেশ ও জাতিকে সচেতনতা তৈরি ও দেশীয় চলচ্চিত্র উন্নয়নে বাধা বিপত্তি দূরীকরণে তাদের অবদান থাকবে এমন শপথ গ্রহন করেন।

স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবনের পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু, ফরিদ আহমাদ, মোহাম্মদ নোমান, মোহাম্মদ সোহেল, আবিদা সুলতানা, তাওলাত মাহমুদ পান্না ও সদস্য আব্দুল সালাম, মাছুম বিল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নকলার শতাধিক সদস্যগন উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি