ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

স্বস্তিতে নেই ভোলার সংখ্যালঘুরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২২ ডিসেম্বর ২০১৮

নির্বাচনী প্রচারে চারদিক সরগরম হয়ে ওঠলেও, স্বস্তিতে নেই ভোলার লালমোহনে অন্নদা প্রসাদ ও চরপেয়ারি মোহন গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্যরা। ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার ভয়াল স্মৃতি আজও তাদের তাড়িয়ে বেড়ায়। তবে এবার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

লালমোহনের হিন্দু অধ্যুষিত এলাকা লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ ও চরপেয়ারী মোহন গ্রাম। ২০০১ সালের পর থেকে নির্বাচনের কথা শুনলেই এখানের সংখ্যালঘুদের বুক কেঁপে ওঠে শঙ্কায়। সেবার নির্বাচন-পরবর্তী বিএনপি-জামায়াতের নৃশংসতার শিকার হন সংখ্যালঘু পরিবারের সদস্যরা।

সেই সহিংসতার সাথে বিএনপির কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন দলের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।

আর নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আর কোনো সহিংস ঘটনা ঘটতে দেয়া হবে না।

এদিকে, সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন পরবর্তী নিরাপদ পরিবেশ বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা সবার।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি