ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নেপালে বিধ্বস্ত বিমান

স্বামী-মেয়েকে হারিয়ে নিঃস্ব নাহার [ভিডিও]

প্রকাশিত : ১১:১২, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:০২, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা বিমানে যাত্রী ছিলেন গাজীপুরের নগরহাওলা গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য। এদের মধ্যে পরিবার দুজনের মৃত্যু হয়েছে এমনটা  জানা গেছে।

ওই বিমানে ছিলেন ফারুক আহমেদ প্রিয়ক, তার স্ত্রী এ্যালমুন নাহার, তাদের তিন বছর বয়সী মেয়ে তামাররা প্রেয়সী, ফারুকের মামাতো ভাই মেহেদী হাসান এবং তার স্ত্রী কামরুন্নাহার স্বর্ণা।

এদের মধ্যে ফারুক ও মেয়ে প্রেয়সী মারা গেছে বলে নিশ্চিত হয়েছে পরিবার। অন্যরা চিকিৎসাধীন। সব হারিয়ে নিংস্ব নাহার।

সোমবার ইউএস বাংলার উড়োজাহাজটি ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশে যাত্রা করে। রয়টার্স জানিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।

ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।

দুর্ঘটনার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি