ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৩০ ডিসেম্বর ২০১৮

দাম্পত্যে যেমন ভালবাসা থাকবে, তেমনই কলহ থাকবে এটাই স্বাভাবিক৷ কিন্তু সেই কলহ ধীরে ধীরে বাড়লে তা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে৷ আইনত বিচ্ছেদের পথে সম্পর্কে ইতি টানেন অনেকে৷     

তবে সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে জার্মানির এই মহিলা যা করলেন তা দেখে চোখ কপালে উঠার মতো। এমন উপায়েও যে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর যায় তা দেখালেন তিনি৷ দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে বিরক্তি জন্মে গিয়েছিল৷ অবশেষে  স্বামীকে অনলাইনে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন জার্মানির হ্যামবুর্গের বাসিন্দা ডর্টে এল৷   

জানা গিয়েছে, তার স্বামীকে বিক্রির জন্য ই-কমার্স সাইট ‘ইবে’তে বিজ্ঞাপন দিয়েছেন বছর চল্লিশের এই মহিলা৷ বিজ্ঞাপনের বিবরণে ডর্টে জানিয়েছেন, সাত বছর ধরে কাটান বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি৷

তাই স্বামীকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ মাত্র ১৬ পাউন্ড মূল্য দিলেই স্বামীকে বিক্রি করে দেবেন তিনি৷ যদি কারও কোনও অসুবিধা থাকে, প্রয়োজনে দরাদরি করতেও রাজি তিনি৷ কেন আইনি পথে বিচ্ছেদ করছেন না৷ যদিও এই বিষয়ে কোনও সদুত্তর দেননি ডর্টে এল নামের ওই নারী৷

তবে, বিজ্ঞাপনের খবরটি কিছু সময়ের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ রীতিমতো ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় পড়তে শুরু করে মজাদার সমস্ত বক্তব্য৷

বিশেষ করে খবরটি বেশি প্রভাব ফেলেছে নারীদের মধ্যে৷ এমনকি, ডর্টেও জানিয়েছেন, বিজ্ঞাপনটি দেওয়ার পর থেকেই বেশ ভাল সাড়া পাচ্ছেন তিনি। যত না তার স্বামীকে ক্রয় করার আবেদন পাচ্ছেন৷

তার চেয়ে অনেক বেশি পাচ্ছেন হাস্যকর সমস্ত মেসেজ। যদিও এই বিজ্ঞাপনের বিষয়ে প্রথমে কিছুই জানতেন না ডর্টের স্বামী৷ সংবাদমাধ্যমে খবরটি প্রচারিত হলে, তিনিও জানতে পারেন৷  

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি