ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংকারিদের বেতনের দাবিতে কর্মবিরতি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০

সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জেলা সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে আউটসোসিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মরত কর্মচারীদের ৮ মাস যাবৎ বেতন ভাতাদি দ্রুত পরিশোধ করার দাবীতে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। 

রবিবার দুপুর ১টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মবিরতী পালন করেন তারা। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আউটসোসিং কর্মচারী আমিরুল ইসলাম, আলী হাসান, ইউসুফ আলম, রহুল আমীন,আব্দুল হাই, সালমা বেগম, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বানী চক্রবর্তী, হাসান আলী, ছাতক উপজেলা হাসাপাতাল নুরুল ইসলাম সুমন, সুক্লা দেবনাথ, কৈতক হাসপাতালের সৈয়দ ফয়সল আহমদ লোকমান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কর্মরত রানী বেগম,ইসাক আলী, তাহিরপুর হাসপাতাল মিজানুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য  জুবায়েল আহমাদ প্রমুখ। 

তারা বলেন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে আউটসোসিং পদে চাকুরিতে নিয়োগ পেয়ে প্রায় ১০ মাসের উপর হতে চলেছে তারা কাজকর্ম করে যাচ্ছেন। কিন্ত্র এরই মধ্যে ৮মাস পূর্বে একবার বেতন ভাতা পেলেও গত ৮ মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন। 

তারা আরও বলেন, এই বেতন ভাতার অভাবে পরিাবরের সদস্যরা অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করলেও তাদের কথা কেউ কর্ণপাত করেননি। টাকার অভাবে তাদে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া ও বন্ধ হয়ে গেছে। অবিলম্বে তাদের বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকের নিকট জোর দাবী জানান।  

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি