ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৬:৩৮, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনারোধে চালকদের প্রশিক্ষণসহ পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পাঁচটি নির্দেশনা হলো- 

১. চালক ও হেলপারদের (সহকারী) প্রশিক্ষণ প্রদান করতে হবে।
২. দূরপাল্লার বাসযাত্রায় বিকল্প চালক রাখতে হবে। এক্ষেত্রে পাঁচ ঘণ্টা পর পর চালক পরিবর্তন করতে হবে।
৩. চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে হবে।
৪. চালকদের জন্য মহাসড়কের পাশে বিশ্রামাগার রাখতে হবে। 
৫. এবং অবশ্যই সিগন্যাল মেনে চলতে হবে।

স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এসব নির্দেশনা কার্যকরের বিষয়টি তদারকি করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি