ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল এক বিশ্ববিদ্যালয় ছাত্রের। ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও একজন।

জেলা সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টায় জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মাহমুদ সুপ্ত (২২) শহরের বকুলতলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে। ঢাকায় নর্থ সাউথ ইউনির্ভাসিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র তিনি।

ওসি নাছিমুল বলেন, ফয়সাল ও তার বন্ধু সিজান মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। এতে ঘটনাস্থলেই ফয়সাল মারা যান। আহত সিজানকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিজানও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি