ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী মনীষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক অভিনেত্রীর। একটি গাড়ি ও মোটরবাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মনীষা রাই নামে ভোজপুরী অভিনেত্রীর।

বছর ৪৫-এর ওই অভিনেত্রী একাধিক ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন। উত্তরপ্রদেশের বালিয়ার কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। বালিয়ার ছিতাউনির কাছে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই অভিনেত্রী সহকর্মী সঞ্জীব মিশ্রের সঙ্গে মোটরসাইকেলে চেপে কাছাকাছির একটি শুটিং স্পটে যাচ্ছিলেন। সেইসময় দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি ধাক্কা মেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উজ্জ্বল পাণ্ডের শর্ট ফিল্ম ‘কোহাবার’-এ কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মণীষা রাই।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি