ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

হংকং বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে কে এই তরুণ?

প্রকাশিত : ১২:৪৮, ১৮ জুন ২০১৯

জোশুয়া ওং হংকং’র ২২ বছর বয়সী এক ছাত্র। তিনি হংকং’র প্রবল বিক্ষোভের একজন কেন্দ্রীয় আন্দোলনকারী এবং গতকাল সোমবারই মাত্র তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পরই তিনি জানিয়েছেন, বিতর্কিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলন বিক্ষোভে তিনিও যোগ দিতে যাচ্ছেন।

এই বিল অনুসারে অপরাধীদের চীনের কাছে প্রত্যর্পণ করার বিধান রয়েছে। হংকং এর বেইজিং-পন্থী নেতা ক্যারি লামের পদত্যাগ দাবি করেছেন। যদিও মিজ লাম শনিবারই ওই বিল স্থগিত করেছেন এবং এটি বিতর্ক জন্ম দেয়ায় ক্ষমা চেয়েছেন, তবে বিক্ষোভ নিরসনে কোন লহ্মণ নেই।

কে এই জোশুয়া

২০১৪ সালের গণতন্ত্রপন্থী আন্দোলন যা আমব্রেলা মুভমেন্ট হিসেবে পরিচিত হয় সেই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই আন্দোলনে দাবি ছিল, বেইজিংপন্থী নেতাদের তালিকা থেকে বেইজিং এ অনুমোদিত কোন নেতার বদলে অবাধ নির্বাচনের মাধ্যমে প্রার্থী ওং এবং অন্যান্য ছাত্র নেতারা সেই বিক্ষোভের নেতৃত্ব দেন। তখন ৭৯ দিন ধরে হাজার হাজার মানুষ হংকং’র কেন্দ্রীয় বাণিজ্যিক সড়কে ক্যাম্প গেড়ে বসে এবং শহরটি স্থবির হয়ে পড়ে।

ছাত্র বিক্ষোভকারীরা, কতগুলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ব্যাপ্টিস্ট মন্ত্রীদের সাথে পরবর্তীতে বেআইনি সমাবেশের দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দী হন। বিক্ষোভে অংশ নেয়ার কারণে ওং-কে ২০১৭ এবং ২০১৮ সালে দুটো আলাদা কারাদণ্ডাদেশ দেয়া হয়। কিন্তু দণ্ডাদেশের মেয়াদ কমিয়ে দেয়ার পর সোমবার (১৭ই জুন) সে মুক্তি পায় ।

সোমবার কারাগার ছাড়ার পরই মিজ লামের পদত্যাগের দাবি তুলে ওং বলেন, ‘ক্যারি লামকে সরে যেতে হবে। হংকং এর নেতা হবার উপযুক্ত নয় সে।’

আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, হংকং’র প্রধান নির্বাহী মিজ লাম’র অপরাধী প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভের ঢেউ ২০১৪ সালের আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়, এবং ওং ইতোমধ্যেই বলেন, ‘আমি এই বিক্ষোভে যোগ দিব। এখন এটাই সময় জোরালো কণ্ঠে আমাদের অসন্তুষ্টির কথা তুলে ধরার।’ তিনি মনে করেন এই প্রত্যর্পণ আইনের সংশোধন হংকং’র মানুষের মৌলিক মানবিক অধিকারকে দমন করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমি নাগরিক অবাধ্যতা এবং যে কোন ধরনের সরাসরি অ্যাকশন সমর্থন করি কারণ এই প্রত্যর্পণ আইনের সংশোধন আমাদের মৌলিক মানবিক অধিকারকে দমিয়ে রাখার চেষ্টা করছে।’

যখন নাগরিকরা নির্দিষ্ট কিছু আইনকে মানতে অস্বীকৃতি জানায় তখন সে পরিস্থিতিতে বোঝানো হয় সিভিল ডিসওবিডিয়েন্ট হিসেবে। এক সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে ওং বলেন, ‘আমাদের দাবি এই আইনের সাময়িক স্থগিতাদেশের পরিবর্তে সম্পূর্ণ প্রত্যাহার: আদৌ কেন প্রত্যর্পণ আইন নয়। আমরা যেটা করার চেষ্টা করছি তাহলো নাগরিক আইন অমান্য করা এবং সরাসরি অ্যাকশনের মধ্য দিয়ে পুরো বিশ্বকে বোঝানো যে হংকং এর মানুষ মুখ বুজে থাকবে না।’

তিনি বিশ্বাস করেন, কর্তৃপক্ষে পরবর্তী ধরপাকড় অভিযান এই বিক্ষোভকারীদের থামিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ‘পুলিশ যখন হংকং এ টিয়ার গ্যাস, পিপার স্প্রে ছোড়ে কিংবা কোন আন্দোলনকারীকে শারীরিকভাবে নিগৃহীত করে তখন তা একটি পরিষ্কার বার্তা দেয়। সরকার, শাসকগোষ্ঠী, সমগ্র একটি নাগরিক প্রজন্মকে সাধারণ বাসিন্দা থেকে বিদ্রোহী হিসেবে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।’

কর্তৃপক্ষ বিক্ষোভকারীদেরকে দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করায় তীব্র সমালোচনা করেছেন ওং। তিনি বলেন, ‘পুলিশ বিক্ষোভকারীদের শারীরিকভাবে নিগৃহীত করেছে, এমনকি ক্যারি লাম বিক্ষোভকে দাঙ্গা বলে দাবি করেছেন। আমরা তাকে ক্ষমা চাইতে আহ্বান করছি। গত কয়েক সপ্তাহের বিক্ষোভ ছিল আইনের প্রতি নাগরিক অবাধ্যতা, দাঙ্গা নয়।’

হংকং এর সামনে এখন কী?

আঞ্চলিক পর্যবেক্ষকরা মনে করেন, ওং আরও মানুষের সমাগমের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ করে মিজ লামের ওপর চাপ বাড়াবেন।

এক সংবাদ মাধ্যমকে ওং বলেন, ‘স্বাধীনতার জন্য লড়াইয়ে আমরা মূল্য দিচ্ছি পিপার স্প্রে, টিয়ার গ্যাসের মোকাবেলা করে, এমনকি রক্তপাতও।’

শীঘ্রই বিশাল জনসমাগমের প্রত্যাশার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘আমার বিশ্বাস এখনো পর্যন্ত যে সমাবেশ কয়েছে তা সবচেয়ে বিশাল বলা যাবে না। ভবিষ্যতে দশ লাখের বেশি হংকং বাসিন্দা আবারো রাস্তায় নেমে আসবে। হংকং এর জন্য চূড়ান্ত সমাধান হচ্ছে এখানকার বাসিন্দাদের নিজেদের নেতা স্বাধীনভাবে নির্বাচনের অধিকার তাদের হাতে ছেড়ে দিতে হবে।’

এই দাবিতেই আমরা অনুরোধ জানাচ্ছি এবং এজন্যই আমরা গণতন্ত্রের দাবিতে লড়াই করছি। আয়োজকরা বলছেন, বিশ লাখের বেশি মানুষ রোববারেই বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, পুলিশের ভাষ্যমতে সেই সংখ্যা ছিল তিন লাখ আটত্রিশ হাজার। যদিও শনিবার বিলটি স্থগিত করেন মিজ লাম।

এই আন্দোলন ২০১৪ সালের আমব্রেলা মুভমেন্টকে স্মরণ করিয়ে দেয়।অনেক মানবাধিকার গ্রুপের মতে, পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ এসেছে।

হংকং ও চীনের সম্পর্ক

১৯৯৭ সালে চীনের কাছে সার্বভৌমত্ব ফিরিয় দেয়ার আগ পর্যন্ত ১৮৪১ সাল থেকে ব্রিটিশ কলোনি ছিল হংকং। বর্তমানে ‘এক দেশ দুই পদ্ধতি’ নীতির অধীনে এটি চীনের অংশ।

হংকং এর বেশিরভাগ লোক জাতিগতভাবে চীনা বংশোদ্ভূত। চীনের মূল ভূ খণ্ডে নেই এমন স্বাধীনতা হংকং’র জনগণ এখনো উপভোগ করছে। তবে সমালোচকরা বলছেন, তা হুমকির মুখে।

এমন প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের কেউ কেউ মনে করেন, প্রত্যর্পণ বিলটি পাশ হলে হংকং পরিণত হবে আরেকটি চীনা নগরে।

সূত্র: বিবিসি।
এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি