ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হত্যা মামলায় ১০ বছর পলাতক, শেষ পর্যন্ত গ্রেপ্তার মডেল রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

২০১৩ সালে রাজধানীর শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ুন কবির কে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মডেল ফজিলাতুন্নেসা রিয়াকে মেরুল বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। দশ বছর পলাতক ছিলেন তিনি। 

র‌্যাব বলছে, ফজিলাতুন্নেছা ওরফে রিয়া নামে পরিচিত ছিলেন গ্রেপ্তার হওয়া এই মডেল। পরে তিনি সুহাসিনী ওরফে অধরা ছদ্মনামে পরিচিত হন। ২০১৬ সালে নিজের পরিচয় গোপন করে মডেলিং ও অভিনয় শুরু করেন। বসবাস করছিলেন মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারে।

২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের একটি ভবন থেকে শাহ আলী থানায় ওই সময় কর্মরত এএসআই হুমায়ুন কবিরের (৪৪) লাশ উদ্ধার করা হয়। ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষপ্রয়োগ ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় করা মামলায় ফজিলাতুন্নেছার যাবজ্জীবন সাজা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, হুমায়ুন হত্যাকাণ্ডের পর ফজিলাতুন্নেছা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পোশাককর্মী হিসেবে চাকরি শুরু করেন। ২০১৫ সালে নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সনদ তৈরি করে ঢাকায় একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি