ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

হবিগঞ্জে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায় ইঞ্জিনে

প্রকাশিত : ১৫:৫৩, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া রেলস্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায় ইঞ্জিনে। ট্রেনের চালক আবুল কালাম জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টেনটি সকাল পৌনে ১০টার দিকে নোয়াপাড়া স্টেশনের আউটার লাইনে আসার পরপরই ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়। একই সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে গেলে তা পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় তাড়াহুড়ো করতে নামতে গিয়ে আহত হন ২০ যাত্রী। এদিকে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি