ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হাইকোর্টের তিন বিচারপতিকে বিচারকার্য থেকে অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, তাদের (তিন বিচারপতি) নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।

তবে ঠিক কোন অভিযোগে তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে সে বিষয়ে দায়িত্বশীল কারও কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি