ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হাতিয়া দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

হাতিয়া দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছে ডা.আব্দুল মন্নান আপন নামে এক ব্যাক্তি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, আপনি হয়তো জানেন,হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি এই অঞ্চলটিকে ব্লক বাধেঁর মাধ্যমে যেন মেঘনারস্রোত ধারা থেকে রক্ষা পায়। এই ব্লক বাধের মাধ্যমে একদিকে সুযোগ হবে বিশাল ভূমিকে সাগরের বুক থেকে জাগিয়ে তোলা।

 

মানুষ তার নিজের বসবাসের জায়গা করার জন্য পাহাড় বন জঙ্গল কেটে উদ্ধার করেছে ভূমি। আর তাতে অপচয় হচ্ছে সবুজ বৃক্ষ আর হুমকিতে থাকে প্রাকৃতিক ভারসাম্য। কিন্তু সম্ভাবনার বিষয় হল সাগরের তলিয়ে যাওয়া ভূমিগুলোকে জাগ্রত করার দৃঢ় মানসিকতা নিয়ে এখানে বসবাস করছে প্রায় সাত লাখ মানুষ। যাদের অধিকাংশ জড়িত কৃষিকাজ, মৎস চাষ, আর নানা ধরনের উৎপাদনমুখী কাজে।

 

মাননীয় প্রধানমন্ত্রী, নানানরকম অজুহাত দিয়ে প্রত্যেকটি সরকার হাতিয়ার দ্বীপের মানুষের স্বপ্নটিকে দূরে সরিয়ে রেখেছে। নিজেদের হতাশার কথা যে কাউকে জানাবে হয়ত এমন কাউকে খুঁজে পায়নি। আপনিই সেই ব্যক্তি যে হতাশ হওয়া মানুষগুলোকে আশার আলো দেখাতে পারেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটি নির্দেশনাই পারে হাতিয়া দ্বীপ রক্ষা করতে।

আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি