ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হানিফ সংকেতের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৩ অক্টোবর ২০১৯

হানিফ সংকেত। বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। দুই যুগের বেশি সময় ধরে তিনি দর্শকদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। এই উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজকের জন্মদিন আজ।

১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। পরবর্তীতে নিজের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। এ ধরনের ইতিবাচক ভূমিকার কারণে ‘ইত্যাদি’ এখনো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’ ও নাটক নির্মাণ করেন হানিফ সংকেত।

সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হানিফ সংকেত একুশে পদক’সহ পেয়েছেন একাধিক স্বীকৃতি।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি