ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে ৩ ট্রেনযাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৮

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে ঈশ্বরদী-খুলনা রেল রুটের পাকশী রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এদুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানান, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার্ডিঞ্জব্রিজ অতিক্রম করার সময় ছাদে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন আঘাতপ্রাপ্ত হন। তারা গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলে ২ জন মারা যান। বাকি চারজনের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ব্রিজের উপর থেকে ছিটকে পড়া যাত্রী হাকিম (১৭) ও রবিউল (২০) মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান।

বিজয় দিবসের ছুটিসহ টানা তিনদিন ছুটি থাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে প্রচুর যাত্রী বাড়ির দিকে যাচ্ছিলেন। অনেকে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে ভ্রমণ করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি