ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

হাসপাতাল থেকে বাসায় বেবী নাজনীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ২৭ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:৪২, ২৭ জুলাই ২০১৮

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। গত ১৭ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে গতকাল (২৬ জুলাই) বাসায় ফিরে গেছেন তিনি।

বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার বলেন, ‘গেল সপ্তাহে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন আপা। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। ২৬ জুলাই বাসায় ফিরে এসেছেন।এখন ভালো আছেন, সুস্থ আছেন।’

মাত্র ৫ বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত হন বেবী নাজনীন। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান ও রেডিও-টিভিতে গান করে খ্যাতি অর্জন করেন এই শিল্পী। ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই শিল্পী তার ক্যারিয়ারের ৪০ বছর ইতোমধ্যে পার করেছেন।

এসি    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি