ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

হাসপাতালকে একশ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি জনবল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে একশ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি জনবল, যন্ত্রপাতি এবং চিকিৎসক। একারণে ঠিকমতো চিকিৎসা সুবিধা পাচ্ছে না রোগীরা। বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও।

লক্ষ্মীপুর জেলার ১৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে ২০০৩ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ৫০ থেকে একশ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু, বাড়ানো হয়নি জনবল; নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আর চিকিৎসক।

রোগীদের অভিযোগ, হাসপাতালে পাওয়া যায়না সরকারি ওষুধ। পরিস্কার- পরিচ্ছন্নতার অভাবতো আছেই। এছাড়া, চিকিৎসকের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের।

প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের বহি:বিভাগে এক হাজার থেকে ১৪শ রোগী চিকিৎসা নেয়। জরুরি বিভাগে ভর্তি হয় গড়ে দুইশ জন। জনবল সংকটে এতো রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরএমও জানালেন, হাসপাতালে শূণ্য পদ ৭৯টি।

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালে জনবল নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি