হাসপাতালে ঈদ করতে আপত্তি নেই মুক্তামনির
প্রকাশিত : ১৯:৩৯, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৭
 
				
					বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার স্কুলছাত্রী মুক্তামণির ঈদ এবার হাসপাতালের বিছানা-ই হবে। ঈদটা বাড়িতে করতে মন চায় তার। কিন্তু নিজের হাত পুরো সারিয়ে নিতেই হাসপাতালে থাকতে হবে তাকে। বুধবার হাসপাতালের বেডে শুয়ে এভাবেই ঈদুল আজহা উদযাপন নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করে মুক্তামণি।
আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ছোট-বড় সবাই যখন ঈদের জন্য উন্মুখ, তখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিনের বেডে শুয়ে ঈদের জন্য দিন গুণছে মুক্তা।
শুরুতে দু-একবার সাতক্ষীরার গ্রামের বাড়িতে ঈদ করার কথা বললেও এখন হাতের চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হতে বদ্ধপরিকর মুক্তা। হাত না সেরে ওঠা পর্যন্ত বাড়ি যাবে না বলেও জানিয়েছে তার বাবা ইব্রাহীম হোসেনকে।
মুক্তার বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন, গতকাল মুক্তামণির অপারেশনের কথা ছিল। কিন্তু জ্বর থাকায় অপারেশন থিয়েটারে (ওটি) নেয়ার পরও অপারেশন হয়নি। আজ জ্বর একটু কমেছে। শরীর আগে থেকে ভালো। সব কিছু খেতে পারে। চিকিৎসকরা ঈদের পর অপারেশন করা হবে বলে জানিয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, জ্বরের কারণে মুক্তার ওষুধপত্র পরিবর্তন করা হয়েছে। ঈদের পর মুক্তার চিকিৎসার বিষয়গুলো নিয়ে মেডিকেল বোর্ড বসবে। আগামী সোম অথবা মঙ্গলবার পরবর্তী অপারেশন করা হবে।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন
 
				        
				    






























































