ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হাসপাতালে ৭ মাসের শিশু রেখে নিরুদ্দেশ মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২০ জুলাই ২০১৯ | আপডেট: ২০:০৫, ২০ জুলাই ২০১৯

সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়েছেন হতভাগী মা! হতভাগ্য শিশুটিকে আপন করে নিতে কয়েকজন আসলেও তাতে বাঁধ সেধেছে অসুস্থতা। আপাতত চিকিৎসার খরচ মেটালেও অবুঝ শিশুটির দেখভাল নিয়ে বিপাকে পড়েছে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের চতুর্থ তলায় শিশু বিভাগের আট নম্বর বেডে গেলেই দেখা মিলবে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার শিশুকন্যা জিমের। সাত মাস বয়সী শিশুটির পাশে এখন আপন বলতে কেউ নেই। অভাবের তাড়না ও শিশুর অসুস্থতায় ২২ দিন আগে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে সবার অগোচরে নিরুদ্দেশ হন তার মা। 

জানা যায়, জিমকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৫ জুন। পিতার নাম আবুল ও ঠিকানা নয়ারহাট ছাড়া আর কোনও তথ্য দেননি জিমের ‘মা’। হাসপাতালে ভর্তির সব নিয়মাবলী শেষ হওয়ার আগেই বাচ্চাকে বেডে রেখে নিরুদ্দেশ হন তিনি। 

তবে মানবতার দূত হিসেবে হাজির হয়েছেন হাসপাতালটির নার্স, আয়া ও চিকিৎসকরা। অবুঝ জিমের চাহনি আর মায়া জড়ানো হাসিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে শিশু বিভাগে। যার যখন ডিউটি, সে-ই আগলে রাখেন জিমকে। 

এদিকে মা-হারা শিশুটিকে একনজর দেখতে শিশু ওয়ার্ডে উঁকি দেন হাসপাতালে ভর্তি অন্য শিশুদের মায়েরাও।

এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি