ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

হিজড়াদের জীবন মান উন্নয়নে শেষ হল ট্রেড ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:৪২, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

হিজড়াদের জীবন মান উন্নয়নে সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে শেষ হল ট্রেড ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা। সকালে নগরীর মুরাদপুর সমাজসেবা আধিদফতর কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক বন্দনা দাশ। এসময় জেলা প্রশাসক বলেন, সমাজে পিছিয়ে পড়া এসব মানুষদের উপযুক্ত প্রশিক্ষন এবং ঋন প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চলছে। পরে অনুষ্ঠানে ৫০জন প্রশিক্ষনার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি