হিন্দু বিধবারা স্বামীর কৃষি সম্পত্তির ভাগ পাবেন
প্রকাশিত : ২০:১৩, ২ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২০:১৬, ২ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ সুপ্রিম কোর্ট- সংগৃহীত
দেশের হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীরা স্বামীর কৃষি জমিতে ভাগ পাবেন উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
১৯৯৬ সালে এক বিধবা নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল খুলনার আদালতে একটি মামলা দায়ের করেন, বিধবারা স্বামীর কৃষি জমির ভাগ পাওয়ার অধিকার রাখেন না এমনটি মামলায় দাবি করা হয়। বিধবারা স্বামীর অ-কৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না বলে বিচারিক আদালত মামলায় রায় দেন।
পরে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট এ রায় দেন। হাইকোর্ট বলেন, হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমির মালিক হবেন।
এমএস/এসি
আরও পড়ুন