ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

হিলারির ইমেইল হ্যাকিংয়ে রাশিয়ার সম্পৃক্ততা স্বীকার করলেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৫৬, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৬, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাকিংয়ে রাশিয়ার সম্পৃক্ততা স্বীকার করলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দাবি করেন, রাশিয়ার কাছে তার স্পর্শকাতর তথ্য থাকার খবর পুরোপুরি ভুয়া। তুলে ধরে ব্যবসা-বাণিজ্য নিয়ে তার পরিকল্পনা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন। শুরুতেই উঠে আসে বহুল আলোচিত নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি। এবার ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাকিংয়ে রাশিয়ার জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেন তিনি। গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমের ওপর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন ট্রাম্প। রাশিয়ার কাছে তার বিষয়ে ষ্পর্শকাতর তথ্য রয়েছে এবং পুতিনের সাথে সঙ্গে হাত মিলিয়েছেন এমন খবর ভুয়া বলে দাবি করেন। তবে এতো বিতর্কের পরও রাশিয়ার সাথে সম্পর্ক আরো ঘনিষ্ট করার লক্ষ্যে অবিচল থাকার কথাই জানান ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর ব্যবসা-বাণিজ্য থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করেন। বলেন সব পদ থেকে সরে এসে দুই ছেলেকে দায়িত্ব দেবেন । এছাড়া ওবামার স্বাস্থ্য নীতি বাতিল ও মেক্সিকোর অর্থে সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি আবারও মনে করিয়ে দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরই মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো সাফ জানিয়ে দেন, সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ দেবে না তার দেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি