ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হিলিতে তিনদিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরের হিলিতে তিনদিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) রংপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে হাকিমপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় কৃষকসহ মোট ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন খাদ্যভিত্তিক ফলমুলের পুষ্টি, চাহিদা ও তার গুণাগুণ সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুর আঞ্চলিক আফিসের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদিকুল ইসলাম। এছাড়াও এতে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মারুফুর রহমান, হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা নাজনিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি