ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যান যিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৩৫, ১৫ মার্চ ২০১৮

বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হলেন এম এ মান্নান। তিনি ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা কেয়ারের তৎকালীন ঢাকা অফিসে চাকরি করতেন। অফিসের কাজে দেশের বিভিন্ন জায়গায় যেতে হতো তাকে।

একদিন কাজের উদ্দেশ্যে অর্থাৎ ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বুধবার এক হেলিকপ্টারে করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।

যাত্রার উদ্দেশ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ নামক হেলিকপ্টারে দুপুর দুইটা নাগাদ আরোহণ করেন। ওই হেলিকপ্টারটিতে সব মিলিয়ে ২৪ জনের মতো যাত্রী ছিল।

হেলিকপ্টারটি ঢাকা থেকে প্রথমে ফরিদপুর হয়ে পরে কুষ্টিয়া যাওয়ার কথা।

ঢাকা থেকে ফরিদপুর যেতে ২২ মিনিট এবং ফরিদপুর থেকে কুষ্টিয়া যেতে ২০ মিনিট সময় লাগার কথা ছিল।

বায়ান্নো বছর আগের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে  মান্নান গণমাধ্যমকে  বলেন, ফরিদপুরের কাছাকাছি যখন হেলিকপ্টারটি পৌঁছায় তখন ওপর থেকে বিকট আওয়াজ শোনা যাচ্ছিল।

তিনি বলেন, "মুহূর্তের মধ্যেই হেলিকপ্টারটি ঘুরতে-ঘুরতে মাটিতে পড়ে যায়। আমি তখন আল্লাহকে ডাকছিলাম আর মায়ের কথা ভাবছিলাম,"।

মাটিতে পড়ার পর ওই হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাণপণ চেষ্টা করে মান্নান বিধ্বস্ত হেলিকপ্টার থেকে বেরিয়ে আসেন।

তখন ধানক্ষেতে কর্মরত কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে প্রথমে তাদের বাড়িতে এবং পরে হাসপাতালে নিয়ে যায়।

হেলিকপ্টারে থাকা ২৪ জনের মধ্যে ২৩ জন সেদিনেই মারা গিয়েছিলেন - একমাত্র বেঁচে যাওয়া যাত্রী ছিলেন মান্নান।

অনেকটা অলৌকিকভাবে জীবিত থাকা  মান্নান ওই ঘটনা মনে করে এখনো নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সূত্র: বিবিসি বাংলা

 

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি