ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হ্যাকারদের কাছ থেকে পাসওয়ার্ড সুরক্ষার উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৯ মে ২০১৮ | আপডেট: ১২:৩১, ৩১ মে ২০১৮

তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ডের গুরুত্ব সর্ম্পকে আমরা সকলেই অবগত৷ অনেকেই জানেন না কঠিন পাসওয়ার্ড কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে৷ ২০১৬ সালে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি দাবি করেন তাঁর কাছে ২৭২ মিলিয়ন ইউজারের পাসওয়ার্ড রয়েছে৷ 

জানা গেছে, সংগ্রহ করা এসব পাসওয়ার্ড বহু আগেই কালেক্ট করা হয়েছে৷ এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে, ইন্টারনেটের মাধ্যমে ইউজারদের পাসওয়ার্ড সংগ্রহ করা খুব একটা কঠিন কাজ নয়৷

হ্যাকাররা ইন্টারনেট থেকে এই সমস্ত পাসওয়ার্ড কালেক্ট করেন এবং পরে সেগুলিকে ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাকসেস করে থাকেন৷ তাই, গোপন তথ্যগুলিকে সুরক্ষিত রাখতে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করুন৷

সেগুলি যাতে সহজ এবং বড় না হয় সে দিকে নজর রাখুন৷ কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাকড? চিন্তা নেই৷ Okta, একটি লগ-ইন ম্যানেজম্যান্ট সংস্থা৷ যেটি প্লাগ-ইন নামে একটি ব্রাউজার এনেছে, যা সাহায্য করবে ইউজারকে সমস্যাটি থেকে মুক্তি পেতে৷

কীভাবে কাজ করে এই প্লাগ-ইন? পছন্দের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করতে পাসওয়ার্ড দিন৷ এরপর ইউজার একটি ওয়ার্নিং পাবেন৷ তবে, দ্বিতীয়বার আর ওয়ার্নিংটি দেখা যাবে না৷ 

সংস্থা জানিয়েছে, প্লাগ-ইন তথ্য সংগ্রহ করে “Have I Been Pwned” থেকে৷ যেখান থেকে আপনি সরাসরি আপনার পাসওয়ার্ডটি পরীক্ষা করতে পারবেন৷   

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি