ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

‘হ্যাকারের’ হাতে চলে যেতে পারে আইফোনের তথ্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২০ আগস্ট ২০২২

সম্প্রতি বিশ্বজুড়ে বার্তা ছড়িয়েছে যে, আইফোনে তথ্য ততটাও সুরক্ষিত নয়। যা ছড়িয়ে পড়তেই হইচই পড়ছে আইফোন ব্যবহারকারীদের মধ্যে। আর এরপরেই জরুরি ভিত্তিতে একটি সফটওয়্যার আপডেট করার কথা জানিয়ে বার্তা দেয় অ্যাপল। কিন্তু কেন?

‘অ্যাপল’-এর ক্রেতাদের কাছে ছড়িয়ে গেছে এই সতর্কবার্তা। সংস্থাটির তৈরি সব ধরনের যন্ত্রের সফটওয়্যার তাড়াতাড়ি আপডেট করতে হবে। আইফোন, ম্যাকবুক হোক কিংবা আইপ্যাড, অ্যাপল ওয়াচ- যে কোনও জায়গায় রাখা গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। তাই এখনই ব্যবস্থা নিতে হবে।

‘অ্যাপল’-এর যন্ত্রে যে তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে, তাতে সমস্যা ধরা পড়েছে। সংস্থার পক্ষ থেকেই তা লক্ষ্য করা হয়েছে। তাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে উদ্যোগী হন কর্তৃপক্ষ। যাতে সমস্যায় না পড়েন ক্রেতারা।

‘অ্যাপল’-এর পক্ষ থেকে ‘সিকিওরিটি আপডেট’-এর বার্তায় জানানো হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সব ব্যবহারকারীকেই তা করে নেয়ার কথা বলা হয় এই বার্তায়।

আরও জানানো হয়, সফ্‌টওয়্যারে একটি সমস্যা দেখা দিয়েছে। তার জেরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে। 

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানান, সফ্‌টওয়্যার আপডেট না করলে ফাঁক গলে সমস্যা তৈরি করতে পারে হ্যাকাররা।

এ কথার পরে ‘অ্যাপল’ কর্তৃপক্ষ জানান, এমন আশঙ্কার কথা প্রকাশ করা একটি রিপোর্ট সম্পর্কে তারা অবগত। বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শোনা গেছে। যদিও সংস্থার তৈরি সব যন্ত্রের সুরক্ষা ব্যবস্থায় কমতির কারণেই এমনটা হয়েছে কি না- তা এখনও জানা যায়নি।

তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অচেনা এক গবেষক প্রথম এই বিষয়টি তাদের জানিয়েছেন। তার পরেই সংস্থা সবটা খতিয়ে দেখে এবং সাবধান থাকতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে এই সতর্কবার্তা পেয়ে আতঙ্কিত হয়ে যাওয়ার কারণ নেই বলে জানিয়েছেন প্রযুক্তি নিয়ে কাজ করা গবেষকরা। তাদের অনেকের মতে, ভয় না পেয়ে শুধু সফ্‌টওয়্যার আপডেট করে নিলেই হবে। 

এ বিষয়ে এক গবেষক বলেন, “সারা বিশ্বে কোটি কোটি ফোন-আইপ্যাড ব্যবহার করা হচ্ছে। এমন নয় যে সবগুলোতেই সমস্যা দেখা দিচ্ছে। শুধু সাবধান থাকতে একবার সফটওয়্যার আপডেট করে নিতে হবে। তাহলেই আর সমস্যা থাকবে না।”

যেহেতু এটা তথ্য সুরক্ষার বিষয়। তাই সফটওয়্যার আপডেট করায় গাফিলতি না দেখানোই ভালো। সূত্র- আনন্দবাজার অনলাইন
 
আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি