ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

১ ফাল্গুন ‘পড়শি’ মুক্তি পাচ্ছে অনলাইনে

প্রকাশিত : ১৬:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আগামী পয়লা ফালগুন (১৩ ফেব্রুয়ারি) উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘পরশি’র অনলাইন শুভমুক্তি হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত সজীব। চিত্রনাট্য লিখেছেন শিশির চৌধুরি। অভিনয় করেছেন, বিবেক সুমন, সাগর সাহা ও নুৎফা নীরু। সিনেমাটি প্রযোজনা করেছ রঙ-চা প্রোডাকশন।

অতিপরিচিত এক গল্প। অদ্ভুত এক ঘটনার মাধ্যমে প্রেমের চিরন্তন সত্যকে নতুন রূপে সমসাময়িক আঙ্গিকে সামনে নিয়ে আসছে ‘পড়শি’। চিরচেনা সেই গল্প, চিরচেনা তার চরিত্রগুলো। যা আমাদের মাঝেই বসবাস করে, আমাদের মাঝেই ঘুরে বেড়ায় প্রেম নিয়ে।

এ বিষয়ে ‘পড়শি’র পরিচালক সুজিত সজীব বলেন, বাংলা ভাষার সিনেমায় সাধারণত প্রেমকে অনেক পুরনো কিছু ধারণার কাঠামোর মধ্যেই দেখানো হয়েছে। তবে আমরা চেষ্টা করেছি সেই প্রথা ভেঙ্গে একটি নতুন ভাবনা উপস্থাপনে। জাদু বাস্তবতা আর বাঙালির অতীত ও সমকালীণ প্রেমের গদ্য এখানে মিলেমিশে একাকার হয়েছে। এমন কাজ আমাদের দেশের সিনেমায় প্রথম। আশা করছি সিনেমাটি দর্শকদের নতুন স্বাদ দিবে।

পয়লা ফালগুন সকাল ১০টায় রঙ-চা প্রোডাকশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিনেমা ‘পড়শি’র শুভমুক্তি হবে।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি