ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

১০ অক্টোবর দায়িত্ব নিচ্ছেন সিটি মেয়র লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগর ভবনে যাবেন আগামী ১০ অক্টোবর।এ দিন তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিন নতুন মেয়রকে বরণ ও দায়িত্ব বুঝিয়ে দিতে আনুষ্ঠানিকতার আয়োজন করবে রাসিক।নগর ভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শপথগ্রহন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচনে এক লাখ ৬৫ হাজার ৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট প্যেছেন ৭৭ হাজার ৭০০। এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি