ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

১০ বছরে ক্রীড়াঙ্গনে যত সফলতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২১ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যপক সফলতা এসেছে। এরকম ৯ টি সফালতা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে দাবা হকি সহ বিভিন্ন খেলায় আমরা যথেষ্ট এগিয়ে গেছি।

আজ রোববার বেলা ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তৃতায় বর্তমান সরকারের ১০ বছরে খেলাধূলায় যেসব সফলতা এসেছে তা উল্লেখ করেন। নিম্নে সেসব সফলতাগুলো তুলে ধরা হলো-

১. সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল ২০১৮ তে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।

২. হংকং -এ জকি ক্লাব অনুর্ধ-১৫ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ তে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

৩. ভূটানে সদ্য সমাপ্ত সাফ অনুর্ধ-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশীপ ২০১৮ তে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

৪. ২০১৬ সালে তাজিকিস্তানে অনুষ্টিত বাংলাদেশ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল দল এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশীপ ২০১৬ তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

৫. ২০১১ সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে নতুন ইতিহাস সৃষ্টি করে।

৬. ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। প্রধানমন্ত্রী সে সময়ে বলেন, বাংলাদেশ যে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে সেটা কেউ চিন্তাও করেনি। কিন্তু আমাদের ক্রিকেট দল সেটা পেরেছে।

৭. ইসলামিক সলিডারিটি গেইম ২০১৭ এর শুটিং এ স্বর্ণপদক এবং ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদক লাভ করে আমাদের সন্তানরা।

৮. আর্চারিতে ২০১৭ সালে ৬টি স্বর্ণ পদক লাভ করে বাংলাদেশ।

৯. ঢাকায় অনুষ্টিত সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও এসময়ে বাংলাদেশের মাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম ১২টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করার কতা জানান। এগুলো হলো: বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০০৯, সাউথ এাশয়ান গেইমস ২০১০, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১, আইসিসি ক্রিকেট মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব-২০১১, এশিয়া কাপ ক্রিকেট ২০১২, এশিয়া কাপ ক্রিকেট ২০১৪, ওয়ার্ল্ড টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০১৪, ইসলামি সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৭, দশম পুরুষ এশিয়া কাপ হকি ২০১৭, সাফ অনুর্ধ ১৫ মহিলা চ্যাম্পিয়নশীপ ২০১৭ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ বাংলাদেশ সফল ভাবে আয়োজন করে।   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি