১০ম সন্তানের বাবা হচ্ছেন এডি মারফি
প্রকাশিত : ১০:০৪, ৩০ আগস্ট ২০১৮
হলিউড অভিনেতা এডি মারফি। আবারও বাবা হতে যাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বর তার প্রেমিকা পেইজ বুটচার তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হলিউডের এই অভিনেতা। এটি পেইজের দ্বিতীয় সন্তান হলেও, এডি’র ১০ম সন্তান।
২০১২ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন এডি-পেইজ। এডির থেকে ১৯ বছরের ছোট পেইজ। ইজি ওনা নামে তাদের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
পেইজের আগে হুইটনি হিউস্টন, নিকোল মিশেল, পওলেটি ম্যাকনেলি, তামারা হুড, মেলানিয়ে ব্রাউন, ব্যবসায়ী ট্রেসি এডমোন্ডস, মায়া গিলবার্ট ও টনি ব্রাক্সটনের সঙ্গে প্রেম ছিলো এডির।
এসএ/










