ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছর পূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

আগামী বুধবার (১৬ জুলাই) কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছরে পূর্তি। এ উপলক্ষে চট্টগ্রাম জেলার চারটি বিদ্যায়তনে বইমেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। আজ (সোমবার, ১৪ জুলাই) সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৯ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে চারটি বিদ্যায়তনে শ্রেণিকক্ষের পাশে বইমেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামীকাল (মঙ্গলবার, ১৫ জুলাই) থেকে ১৭ জুলাই গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, ২০ থেকে ২২ জুলাই ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হবে। 

এ দুই স্কুলে মেলা শেষ হওয়ার পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরের ধাপে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অনন্যা, অনুপম, অ‍্যাডর্ণ, ইকরিমিকরি, কাকলী, জাগৃতি এবং সময় প্রকাশন অংশ নিচ্ছে।

৯ বছর পূর্তিতে সংগঠনটির সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়বে যে তারুণ‍্য, তাদের পাঠ মনস্ক হওয়া ছাড়া বিকল্প নেই।’
বিজ্ঞপ্তিতে কৈশোর তারুণ‍্যে বই ট্রাস্টের চট্টগ্রামের আয়োজনে সকলকে নিমন্ত্রণ জানানো হয়েছে। 

উল্লেখ্য ২০১৬ সাল থেকে কৈশোর তারুণ‍্যে বই দেশের বিভিন্ন বিদ‍্যায়তনে ১০৮টি বই মেলা এবং বই বিষয়ক সেমিনার, পাঠক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক মত বিনিময় সভার আয়োজন করা করেছে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি