ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

১৬৪ যাত্রী নিয়ে ইউএস বাংলার জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:১১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রামে জরুরী অবতরণ করেছে। বিমানটির জরুরী অবতরণে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এতে যাত্রী ছিলেন ১৬৪ জন ও ক্রু ছিলেন ৭ জন।

আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিএস-১৪১ বিমানটি। তবে আনুমানিক বেলা ১২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরী অবতরণ করতে বাধ্য হয় সেটি। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স অপারেটরটি। তবে বিমানটির জরুরী অবতরণের কারণ এখনও জানা সম্ভব হয়নি। এছাড়া ক্রুসহ বিমানটিতে মোট কত জন যাত্রী ছিলেন তাও এখনও প্রকাশ করেনি অপারেটরটি।

ইউ এস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তা পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি