ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২১

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৯ ফেব্রুয়ারির ঘটনাবলি :
১৮০৩- সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস হয় (যে আইনে ক্যান্টনস আবার স্বাধীনতা অর্জন করে)।
১৮৫৫- লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু হয়।
১৮৬১- রাশিয়া থেকে ভূমিদাসত্ব বিলুপ্ত করা হয়।
১৯০৪- ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকায় কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯২৪- জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯৪২- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে জাপানের প্রথম প্লেন হামলা হয়। এতে ২৪৩ জন নিহত, ২৩টি প্লেন বিধ্বস্ত ও আটটি জাহাজ ডুবে যায়।
১৯৬৩- সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৭৪- ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

আজ যাদের জন্মতারিখ :
১৪৭৩- বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস।
১৭৩২- ব্রিটিশ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড।
১৮৩৩- নোবেলজয়ী সুইস সাংবাদিক এলি দ্যুকম্যুন।
১৮৪৩- স্প্যানিশ অপেরা গায়ক আদেলিনা পাত্তি।
১৮৫৯- নোবেলজয়ী সুইডিশ রসায়নবিদ সভান্টে অগস্ট আরেনিউস।
১৮৭৭- জার্মান চিত্রকর গাবরিয়েলে মুন্তের।
১৯৬৩- মার্কিন লেখক লাউরেল কে হ্যামিলটন।

আজ যাদের মৃত্যু হয় :
১৮৮৭- ডাচ লেখক মালতাতুলি।
১৯৪৭- বাংলাদেশি সমাজসেবক স্যার আজিজুল হক।
১৯৫১- ফরাসি লেখক, নৈতিকতাবাদী ও দার্শনিক আন্দ্রে জিঁদ।
১৯৫২- নোবেলজয়ী নরওয়েজিয়ান লেখক কনুট হামসুন।
১৯৭৮- কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি