ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১৯টি অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫১, ১৩ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় ১৯টি অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি  ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সঙসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার,চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কনক কুমার দাস। এসময় জেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, মেম্বার, ক্যাম্পের পাশ্ববর্তি জনপ্রতিনিধি এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ  চারথানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গা সন্ত্রাস কবলিত জেলা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর অনেক বাঘা বাঘা সন্ত্রাসী আত্মসমর্পণ করেছিলো। বর্তমানে এখনো সন্ত্রাসী ও জামায়াতের জঙ্গি তৎপরতা এখনো রয়েছে। এখানকার অস্থায়ী ক্যাম্পগুলো না উঠানোর জন্য প্রধানমন্ত্রীকে জানানো হবে। তিনি চুয়াডাঙ্গা সম্পর্কে অবগত রয়েছেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি