১৯৭১ সালের গণহত্যা ও সম্পদ ফেরতের আলোচনায় রাজি পাকিস্তান
প্রকাশিত : ২০:১২, ১৭ এপ্রিল ২০২৫

স্বাধীনতাপূর্ব বাংলাদেশ থেকে নেওয়া সম্পদ ফেরত দেওয়া ও ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে পাকিস্তান। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরত চাওয়া হয়েছে। এ ছাড়া স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে থেকে যাওয়া তিন লাখ ২৫ হাজার ‘আটকে পড়া পাকিস্তানি’ নাগরিকের প্রত্যাবাসন নিয়েও আলোচনায় অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, "জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। তবে এটি কোনও পক্ষের প্রতি ঝুঁকে পড়া নয়। দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী। খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।"
এ সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, "দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঢাকায় এসে আমি খুশি।"
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ২০১০ সালের পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
এসএস//
আরও পড়ুন