ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মীরসরাইয়ের ‘জঙ্গি আস্তানা’য় অভিযান সমাপ্ত

২ জনের মরেদেহ ও অস্ত্র উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৩১, ৫ অক্টোবর ২০১৮

শেষ হয়েছে চট্টগ্রামের মীরসারাই উপজেলার জোরারগঞ্জ এলাকার জঙ্গি আস্তানায় পরিচালিত র‌্যাবের অভিযান। সেখান থেকে দুজনের মরেদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি একে টোয়েন্টি টু রাইফেল, তিনটি পিস্তল ও পাঁচটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান, র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘আমরা জঙ্গি আস্তানাটি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। গত ২৮ সেপ্টেম্বর সোহেল নামে একজন ওই বাসাটি ভাড়া নেয়। একজন নারীসহ চারজন থাকার কথা বলে বাসাটি ভাড়া নেওয়া হয়। চট্টগ্রাম আদালতে হামলার পরিকল্পনা ছিল তাদের।’

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়েছে।

পূর্বের সংবাদ পড়ুন :

অভিযানের পর ২ জঙ্গির মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, বোমা বিস্ফোরণ

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি