ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

২ জানুয়ারি গেজেট প্রকাশ, ৩ জানুয়ারি শপথ : ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:২৯, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, ‘২ জানুয়ারি গেজেট প্রকাশ হবে। ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা।’

তিনি আজ মঙ্গলবার সচিবালয়য়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে এ তথ্য জানান। 

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা মানুষ। শয়তান বা ফেরেস্তা নই। তাই চলার পথে ভুল থাকতেই পারে। সব ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

জাসদ সভাপতি ইনু কুষ্টিয়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএসআরএফ সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি