ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

২ মাসের জন্য স্থগিত নগরকান্দার জোড়া খুনের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ফরিদপুরের নগরকান্দার জোড়া খুনের মামলার কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। 

বৃহস্পতিবার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

মামলা কেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে বদলি নয়, সে বিষয়ে রুলও জারি করেছে হাইকোর্ট। 

পূর্ব শত্রুতার জেরে ২০১৯ সালের আগস্টে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন দু’জন। 

এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা হলে সেটি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। 

হাইকোর্টের আদেশে স্থায়ী জামিন পান তিন আসামি। সর্বোচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত চার আসামিকে গত বছরের ২৩ ডিসেম্বর কারাগারে পাঠায় বিচারিক আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি