ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

২কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের বড় ইলিশ। ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৯ হাজার টাকায়।
শনিবার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় স্থানীয় জেলে নুরুল ইসলাম ভাণ্ডারির জালে ইলিশটি ধরা পড়ে।
পরে শশীগঞ্জ মাছঘাটে আনা হলে ঢাকায় বিক্রি করার উদ্দেশে মাছটি কেনেন ঘাটের বেপারি মো. মহিউদ্দিন।
তিনি বলেন, শশীগঞ্জ মাছঘাটের মৎস্য আড়ৎদার সিরাজ মেম্বারের গদির মাঝি নুরুল ইসলাম ভাণ্ডারির জালে শনিবার দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। ঘাটে এলে মাছটি দেখার জন্য অন্য আড়ৎদার ও জেলেরা ভিড় জমায়।
পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় ক্রয় করেন তিনি। মাছটি আরও অধিক দামে বিক্রির আশায় ঢাকায় পাঠাবেন বলে জানান বেপারি মহিউদ্দিন।
এদিকে নদীতে মাছ কম হলেও বড় ইলিশ ধরতে পেরে মহাখুশির কথা জানিয়েছেন জেলে নুরুল ইসলাম ভাণ্ডারি।
তিনি জানান, যেহেতু নদীতে এখন মাছ অল্প, তাই মাঝেমধ্যে এমন বড় ইলিশ জালে ধরা পড়লে লাভ বেশি হয়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি