ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাশ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২৮ জুন ২০১৮

অর্থমন্ত্রীর প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট আজ বৃহস্পতিবার সংসদে পাশ হতে যাচ্ছে। তবে এর আগে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বড় কোন পরিবর্তন না আসলেও ছোটখাটো পরিবর্তনে পাস হচ্ছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার এ বাজেট। এর আগে গত ৭ জুন আগামী অর্থবছরের জন্য এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত মঙ্গলবার অর্থমন্ত্রী সাংবাদিদের জানিয়েছিলেন, বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। কিছু কিছু বিষয়ে কাজ করছি। এগুলো খুব বড় কিছু না। তিনি বলেন, এটা এখন বাড়ানো হবে না, ভবিষ্যতেও বাড়ানো হবে না। কর্পোরেট ট্যাক্সে পরিবর্তন আনার তেমন কোনো সম্ভাবনা নেই।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি বিষয়ে ছোটখাটো পরিবর্তনের বিষয়ে প্রস্তাবনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতের করপোরেট ও সবুজ শিল্প কর, আইসিটির ওপর বর্ধিত কর প্রত্যাহার অন্যতম। এছাড়া বিনিয়োগ বাড়ানো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরে সে আলোকেই আগামী অর্থবছরের বাজেট পাস হবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি