ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:০৫, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুজিব চত্ত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেন, ২১ শে আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দিতে হবে।

এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারে আওতায় আসতে হবে। এসময় দোষীদের ফাঁসি দাবি করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন , ঝিনাইদহ সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন,সরকারি কে.সি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন। এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।
টিআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি