ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

২১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নগরকান্দা পৌরসভায়

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২০

পৌরসভা হওয়ার ২১ বছর পেরুলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের নগরকান্দা পৌরসভায়। নেই ড্রেনেজ ব্যবস্থা। অল্প বৃষ্টিতে হয় জলাবদ্ধতা। পৌরবাসীরা করের টাকা দিলেও মিলছে না কোন নাগরিক সুবিধা। 

খোঁজ নিয়ে দেখা যায়, ১৯৯৯ সালে ফরিদপুরের নগরকান্দা পৌরসভা প্রতিষ্ঠিত হলেও নাগরিক সুযোগ-সুবিধার কোন কিছুই পাচ্ছেন না এখানকার মানুষ। উপ-শহর হিসেবে পরিচিত ৭ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার তিনমাস ধরে পানিবন্দী থাকলেও দেখার কেউ নেই। 

সামান্য বৃষ্টিতে ঘরে ঢুকে পড়ছে পানি। সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নারী ও শিশুদের। টিউবয়েলগুলো তলিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। 

এলাকাবাসী জানান, ‘আজ তিনমাস ধরে পানিবন্দী আমরা। একাধিকবার পৌরসভাকে আবেদন জানিয়েও কোন কাজ হয়নি। নামেই শুধু পৌরসভা, কাজের কাজ কিছুই নেই।’

ভুক্তভোগীরা বলছেন, ‘পানির দুর্গন্ধের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। বারবার বলেও কোন ব্যবস্থা না নেয়ায় বিপাকে পড়েছি আমরা। বাজার করতে যাওয়ার মতোও অবস্থা নেই।’ জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান বাসিন্দারা। 

জানতে চাইলে গরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকার বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে আমরা অর্থ পেয়েছি। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি