ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

২৩ দিন পর সুপ্রিমকোর্টে বিচার কাজ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৩০ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

২৩ দিন পর সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

অবকাশকালীন ও ঈদুল ফিতরসহ মোট ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়েছে। ২৩ দিনের  ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত আজ সর্বোচ্চ  আদালত অঙ্গন।

গত ৭ এপ্রিল থেকে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি