ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

২৬ কিলোমিটার অংশে ট্রেনে কাটা পড়ে ৪ মাসে নিহত ১২ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১৯ জুন ২০১৮

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীর ২৬ কিলোমিটার অংশে ট্রেনে কাটা পড়ে গত ৪ মাসে মারা গেছে অন্তত ১২ জন। ট্রেনের ছাদে ওঠা, অবৈধ ক্রসিং ও অসতর্কভাবে লাইন দিয়ে যাতায়াত করা এবং তাড়াহুড়া করে ক্রসিং পার হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটছে। এ’ধরণের অপমৃত্যু ঠেকাতে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

ঢাকা- চট্টগ্রাম রুটের ফেনী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সচেনতনতামূলক কার্যক্রমের অভাবে মানুষ অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটাচলা করে। কখনও কখনও দুর্বৃত্তরা অন্য জায়গায় হত্যা করে লাশ রেল লাইনে ফেলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। 

রেলওয়ে পুলিশ বলছে, ট্রেনের ছাদে ওঠা, অবৈধ ক্রসিং, অসতর্কভাবে লাইন দিয়ে যাতায়াত করা এবং তাড়াহুড়া করে ক্রসিং পার হওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটছে।

দুর্ঘটনা এড়াতে জনসচেতনতার অংশ হিসেবে লিফলেট বিতরণের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি