ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

৩ সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। ভোটারদের মন জয়ে দিনরাত ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজশাহীতে বিএনপির প্রার্থী আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। বরিশাল এবং সিলেটেও রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।

রাজশাহী নগরীর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন ৪ নম্বর ওয়ার্ডে। লিটনের পক্ষে গণসংযোগে অংশ নেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক ও বুলবুলের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়।

ভোটের এক সপ্তাহ আগে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আবারও সেনা মোতায়েনের দাবি জানান বিএনপির প্রার্থী। তবে, সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী।

দুপুরে সিলেট নগরীর কুশিঘাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। নিজেদের কোন্দলের ব্যর্থতা ঢাকতে বিএনপি ও তাদের জোট সরকারের উপর দোষারোপ করছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, নগরীর নাইওরপুল ও আশপাশের এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বরিশালে কলা পট্টি, পেঁয়াজ পট্টি, হাটখোলা ও বাজার রোড এলাকায় প্রচারণা চালানোর সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে আরো উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি