ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

৩ সিটির মেয়র প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে অভিযোগ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ১৫ জুলাই ২০১৮

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির মেয়র প্রার্থীরা প্রচার-প্রচারণার ষষ্ঠ দিনও একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পাশাপাশি উন্নয়নের প্রতিশ্র“তি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের।

রাজশাহীতে প্রচন্ড গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে।

রোববার ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়ররুজ্জামান লিটন এবং ৫ নম্বর ওয়ার্ডে ২০ বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন।

তিনি অভিযোগ করেন- সরকারি দলের প্রার্থী আচরণ বিধি মানছেন না। অভিযোগ অস্বীকার করেন খায়রুজ্জামান লিটন।

দুপুরে সিলেট নগরীর রায়নগর, দর্জিপাড়া, দপ্তরীপাড়া এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন- জনগণ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ।

অন্যদিকে নগরীর বন্দরবাজার, লালবাজার ও হাসানমার্কেট এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি জনগণের শঙ্কা দূর করতে নির্বাচন কমিশনকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বরিশাল নগরীর সদর রোড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী  সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন- তার কর্মী-সমর্থকদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।

বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার প্রচার-প্রচারণা চালান পোর্ট রোড ও পলাশপুর এলাকায়।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি