ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

৫ অক্টোবর যশোরে শেখ হাসিনা টেকনোলজি পার্কে চাকরি মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:০২, ৪ অক্টোবর ২০১৭

দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর চাকরি মেলা বসছে। ওইদিন সকাল ৯টায় চাকরি মেলার উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মেলায় দিনব্যাপী চলবে সেমিনার ও সিম্পোজিয়াম।

মেলায় দেশের ৪০টি বড় বড় আইটি কোম্পানি অংশ নেবে। সেখানে তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেয়া হবে।

শনিবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলম। এসময় তার সঙ্গে ছিলেন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন।

প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেন, তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এ পার্কে কাজের সুযোগ থাকবে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রি-ল্যাঞ্চিং, কল সেন্টার ও রিচার্স এন্ড ডেভেলপমেন্ট-এ চারটি সেক্টরে দেশ-বিদেশের আইটি (তথ্য ও প্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। বাসস

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি