ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

৫ মাসের খাদ্য কেনার মতো রিজার্ভ আছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৬ অক্টোবর ২০২২

যদি কোনো সংকট দেখা দেয়, তবে ৫ মাসের খাদ্য কেনার রিজার্ভ বাংলাদেশের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, একদিকে করোনা সংকট অন্যদিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরও আমরা আমাদের অর্থনীতি সচল রাখতে পেরেছি।

তিনি বলেন, “আমাদের রিজার্ভ এখনও যথেষ্ঠ। যদি কোনো সংকট দেখা দেয় ৫ মাসের খাদ্য কেনার রিজার্ভ আমাদের আছে। রিজার্ভটা হিসাব করা হয় এ কারণে যে যদি কোনো দুর্যোগ দেখা দেয় তাহলে আপনার তিন মাসের খাদ্য কেনার সংগতি আছে কি-না। আর আমাদের সেখানে এখনও ৫ মাসের আছে। বাংলাদেশ কিন্তু এখনও ঋণখেলাপী হয়নি। আমরা সময়মতো ঋণ পরিশোধ করি। যখন পরিশোধ করি তখন রিজার্ভ কিছুটা কমে আসে।”

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। তাহলে সামষ্টিক অর্থনীতির নির্ধারিত প্রবৃদ্ধি বাস্তবায়নে সক্ষম হবে বাংলাদেশ।

এএইচএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি