ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দম্পতি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৯

টার্কি মুরগি পালন করে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঠাকুরগাঁও রংধনু ট্রেডার্সের মালিকসহ তার সহধর্মীনিকে আটক করেছেন ডিবি পুলিশ। 

শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর ওয়াহেদ আলী। 

তিনি জানান, আটককৃত রংধনু ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংধনু ট্রেডার্সের মালিক বাবলু রায় (৪৫) এবং তার সহধর্মীনি মুক্তি রানী (৪০)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, আটক বাবলু ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়।

চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার পালিত মুরগি নিয়ে কোনো ব্যক্তিকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যানসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে উদ্যোক্তারা বিভিন্ন থানায় মামলা করেন। 

 শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বাবলু রায়সহ তার স্ত্রীকে আটক করা হয়।

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি